Header AD

সুজন মাহামুদ খান এর কবিতা || মানুষ চড়ে মাঠে মাঠে


মানুষ চড়ে মাঠে

অবিনাশ কাটে ঘাস,

কবীর দেখে দেখে নানান ছবি আঁকে।

পূ


র্বদিকে সূর্য হাসে

দক্ষিন দিকের আকাশে মেঘ আসে,

সেই দেখে দেখে

কবীর নামের ছেলের দিন কাটে।

পাখি উড়ে যায়

দেখে মন আনন্দে ভরে যায়,

সে আমার সবুজ শ্যামল বাংলাদেশ।

রাখাল মাঠে মাঠে গরু চড়াই

আমি স্বজন হারা সুজন ,

বাশীর সুরে করি গুণজন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1