Header AD

কাজী সেলিম এর কবিতা || মুজিব একটি নাম




মুজিব একটি নাম ll

মুজিব আমাদের সংগ্রাম মুজিব আমাদের স্বাধীনতা

৭ই মার্চের মুজিবের জয়ধ্বনি l

কেঁপে উঠেছিল বঙ্গভূমি

  ভয় পেয়ে গেল পাক বাহিনীর সরকার

স্বাধীনতার পথ খুলে গেল বাংলার l


 মুজিব একটি নাম ll

 মুজিব একটি জাতি মুজিব একটি দেশ

রেসকোরোস ময়দানে সংগ্রামী আহ্বান l

মুহূর্তের মধ্যে পৌঁছে গেল রয়েল পিন্ড

বঙ্গে বহিতে ছিল সমুদ্রের ঝড়

কাপিয়া উঠিলো পিণ্ড হইতে লাহোর l


মুজিব দেখিয়েছিল সংগ্রামী পথ

জাতি ভেদাভেদ সবাই টানিল রথ l

হাজার হাজার মাঝি মাল্লা দিল পাড়ি 

হিম্মত কার আয় ঠেকাবি l

মুজিবের আহব্বানে গর্জে উঠলো বাঙ্গালী

বাংলার আকাশে বাতাসে জয়ধ্বনি l


মুজিব আমাদের সংগ্রাম মুজিব আমাদের স্বাধীনতা

মুজিব  আমাদের লাল-সবুজের পতাকা l

মাঠে-ঘাটে বইয়া চলেছে রন তরী

চারিদিকে বাঘা বাঘিনীর হুংকার ধ্বনি l

শুনে লেজ গুটিয়ে পালিয়ে গেল

 রাজাকার পাক হানাদার বাহিনী l


মুজিব একটি নাম ll

মুজিব একটি সংগ্রাম মুজিব একটি স্বাধীনতা l

মুজিব একটি দেশ মুজিব একটি জাতি 

এখনো চলছে মুজিবের রন তরী l

আকাশে বাতাসে এখনো মুজিবের জয়ধ্বনি

মুজিব এখনো বেঁচে আছে মরেও মরেনি l

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1