Header AD

উম্মে হাবিবা মুন্নী'র কবিতা || বৈশাখী রঙের আবির
আমাকে রাঙাতে চাও? 

আমার একটাই রঙ পছন্দ 

সে রঙেই না হয় রাঙিও! 


তুমিতো জানো- 

কি রঙে রঙিন হয়ে উজানে চলে 

আমার উত্তাল বহতা নদী

কি রঙ মেখে মন হয়ে উঠে দখিনা বাতাস! 


সে রঙের আবিরে অন্তরে এঁকো প্রণয়ের ছবি

ইচ্ছের দুয়ারে রেখে প্রকৃতির আল্পনা

চলো ঝড় তুলি বৈশাখের মাতাল হাওয়ায়!


আনো তবে রঙের তুলি 

আঁকি চলো ঝড়ের যুগল তৈলচিত্র। 


রঙে রঙে রাঙিয়ে তুলি নতুন পৃথিবী।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1