Header AD

মাহ্ বুবা হক এর কবিতা || নারী




আমি নারী আমি সলজ্জ,  সরলা

অবলা নইতো আর 

পিষে মারে কে মোরে অন্তরালে 

সাধ্য আছে বা কার। 


আমি মাতা,  সর্বত্যাগী, সর্বংসহা 

মা বসুন্ধরার মত 

অকাতরে শুধু নিজেরে বিলাই 

হিসেব করি না কত। 


আমি শিক্ষক, আমি গবেষক 

আমি গায়ক, লেখক, কবি

অবলীলায় তাই এঁকে দিতে পারি

তোমার মনের ছবি। 


নিখাদ প্রেমের ঝরনা ধারা আমি  

খরস্রোতা এক নদী 

কষ্টগুলো সব ধুয়ে মুছে নিয়ে 

বয়ে চলি নিরবধি। 


আমি লক্ষ্যভেদে দূরদর্শী  নারী

তীরন্দাজ আমি নিরীক্ষে

সহজেই সব বুঝে নিতে পারি 

মনের কষ্টিপাথর পরখে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1