Header AD

বিনয় মন্ডলের কবিতা || ফিরে এসো তুমিজারুল ফুলের গন্ধ মেখে নক্ষত্রের রূপসী রাতে 

দূর আকাশে উড়ে গেলে অসংখ্য ধবল বক 

হেমন্তের শেষ বিকেলে রোদে কাঁপা অঘ্রাণের মতো 

সবুজ ঘাসের শরীর ভালোবেসে তুমি 

জোৎস্নার আড়ি পাতা অনিন্দ্য সন্ধ্যায় 

হলুদ কফিনে একাকী সমাধীতে শুয়ে আছো। 

পাতার পিছনে ডুবে গেলে অধরা বিরহী চাঁদ 

এক বুক শিশির বেদনায় ঝরে যায় মুকুল 

গভীর অন্ধকারে নিঃসঙ্গ ধূসর রাতে 

স্বপ্নের মতো করে দুচোখে ভেসে ওঠো।

.

তবুও তোমাকে গোপন বেদনা বলে ডেকে 

এখনও রাত জাগা নদী পার হয় টেউ 

তৃষ্ণার্ত হৃদয়ে আবার দুহাত বাড়িয়ে দাও

 তোমার উর্বর পলিতে পুনশ্চ জম্মাও। 

জোনাকীর আলোয় রাতগুলো মুছে ফেলে 

ফিরে এসো আবার দেবদারু বনের প্রিয় কুয়াশায় 

সঙ্গমী নদীর মোহনায় হোগলার হলুদ ফুলে 

সকালের রোদে কলাই ক্ষেতের আলপথ বেয়ে 

ফিরে এসো তুমি এই বাংলায় মধু চন্দ্রিমায় 

বলেশ্বরের প্রিয় জোৎস্নায় ফিরে এসো তুমি

রক্তের প্রতিটি ধমনীতে উষ্ণ নিঃশ্বাসে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1