Header AD

আবু নাসির এর কবিতা || অবশেষে মলিন জীবনমোহ কেটে গেলে কুয়াশারা সময়কে ঘিরে ফেলে

স্রোতস্বিনী পাড় ভাঙ্গা নদীর গতি যায় থেমে।

যৌবনের তারুণ্য আর আসে না ফিরে শেষ বিকেলে

নীল আকাশটাকে মনে হয় ধোঁয়ায় ঢাকা অরণ্য।

পথে পথে ঘুরে বেড়ায় প্রেম ঠাঁই মেলেনা হৃদয়ে

অথচ এই প্রেম একদা জীবনকে দিয়েছিলো পূর্ণতা।

দেখিয়েছিলো অনন্ত সুখের পুস্প ভরা স্বপ্নের পথ

সময়ের পরিক্রমায় সেই প্রেম,সময় এখন কোথায়!

জীবন নদীর ভাঙা পাড়ে বসে অতীত ভাসে চোখে

আর ফিরে যাওয়া হবে না যৌবনের বাগানে।

মলিন মুখে সময়ের আহ্বানের অপেক্ষায় বসে আছি

এলেই ফিরে যেতে হবে অজানা পথের পথিক হয়ে।

কেউ কাউকে মনে রাখে না ভুলে যায় সবাই

যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে।

প্রেম তখন ফানুস হয়ে ভেসে বেড়ায় আকাশে

উদ্দেশ্য বিহীন গন্তব্যের পথ ধরে অসীমের টানে।।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1