Header AD

আবু নাসির এর কবিতা || ব্যাথার সুরআমার গানে সুর ছিলো না

তাল ছিলো না

ছিলো ভালোবাসা

যার ছোঁয়াতে পাবে তুমি

বেঁচে থাকার আশা।

তোমার গানের মধুর সুরে

প্রেম ছিলো না বলে

ঐ সুরে দগ্ধ হলাম

বিরহের অনলে।

তাইতো আমি যাই না সেথা

যেথা থাকো তুমি

তোমার চলার পথে আর

চলবো না তো আমি।

হাসিতে যার বিষে ভরা

নাই প্রানের ছোঁয়া

তার পাশে বন্ধ হয় শ্বাস

ভরা কালো ধোঁয়া।

যার ছোঁয়াতে ক্ষতি ছাড়া

নেই কো প্রানের ছন্দ

ঝরায় শুধু ব্যথার অশ্রু

নাই জীবন আনন্দ।।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1