Header AD

অলিতাজ মনি || ক্রোধের বিমানে-বোধের ইমানেপাথর পাষাণ বীজবোমা ফেলছে- 

বোধের মন-ইমানে- রোদের নিদানে- ক্রোধের বিমানে-

বাতাস ভেদ করে আকাশ ঝলমল নির্মল নির্মাণে-

বীজবোমা ফেলছে- জনম-জমিনে উঠোনে- দেখে-শুনে-

সেই বীজ ফুটে- ছেয়ে গেল অন্ধকার কুটকুটে

স্তব্ধ হলো শিশু ফুটফুটে- বীজবোমার ফল হবে বিদঘুটে...

আহারে- এটমসফেয়ারে- ফায়ারে- ফায়ারে

দমের দাম- হয় নিলাম-


বিদায়- মানবতা বিদায়- পশু মনের নিকৃষ্ট খিদায়

পরমাণুর বিষক্রিয়ায়- পরমানুষের রিপু-রিয়ায়-

বিদায়- মানবতা বিদায়-

হিংস্র হায়েনাদের হীন- হানায়কে কোথায়- কার দায়-

মানবতা কি মানায়- বিদাতের বিদ্যায়-

বিদায়- মানবতা বিদায়-


মিতালি মন-মায়া বড়বৃক্ষরা হয়তো-

পাষাণের বীজবোমার বারুদে পুড়ে যাবে

কেউ কেউ ঝলসে যাবে

মায়ের আয়ত্তের ভূমিকে সুরক্ষিত রেখে- 

তবু শক্ত সমর্থ কিছু ফুটফুটে চারাগাছ

ছায়াবিহীন বেড়ে উঠবে- আগাছার বনে অযত্নের মন-রণে-

নিগূঢ় নিবিষ্টে স্বত্বাধিকার তৃষ্ণায়

বিভাসা ভিড়ে- জীবনের অভিপ্রায়-

মৌনতার এসিরুমে পালিত পাষাণের পোষা বনসাই

একদিন আগামী আগুনের মুখোমুখিতে হবেই হবে ছাই...


গভীরতার গর্ভে অস্তগামী ডানায়-পরাণ বাঁচার সাচা জানায়

রাহুর রাগে- বিশুদ্ধ বাতাসের ভাগে

ফের হয় না হেরফের-আহারে- বাজারের বাহারে- 

এটমসফেয়ারে- ফায়ারে-ফায়ারে- আহারে-

দমের দাম- হয় নিলাম-

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1