Header AD

জাতীয় কবিতা পরিষদ, কলকাতা শাখার আয়োজনে আইসক্রিম কবিতা ও কুসুমের ফেরা পত্রিকার পাঠ উন্মোচন

 "ঘুম থেকে জেগে ওঠো কবিতা" এই শিরোনামে দীঘা সমুদ্র সৈকতে  আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩  তারিখে দেড় শত কবির মিলন মেলায় পরিনত হলো   জাতীয় কবিতা পরিষদ, কলকাতা শাখার আয়োজনে আইসক্রিম কবিতা ও কুসুমের ফেরা পত্রিকার পাঠ উন্মোচন অনুষ্ঠান। আনুষ্ঠানে বাংলাদেশ থেকে সব্যসাচী লেখক ফারুক প্রধান অংশগ্রহণ করছে। 


এছাড়া দীঘাশ্রী সন্মাননা, গোল টেবিল বৈঠক ও কবি সন্মেলন এর মধ্য দিয়ে দুইদিন ব্যাপী উৎসব শেষ হলো।


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1