Header AD

সমীরণ দাশ এর কবিতা || ১৬ ডিসেম্বর বিজয় দিবস


১৬ই


ডিসেম্বর মাস যখন আসে মন কেমন করে,

বাঙালিদের মনে করিয়ে দেয় সেই দিনের কথা,

বাংলা মায়ের ছেলেরা যুদ্ধে যায় জীবন বাজি রেখে, 

অধিকাংশ যোদ্ধা ফিরেনি ঘরে মায়ের মনে ব্যথা।

বঙ্গবন্ধুর আদেশে পাক হানাদারদের সঙ্গে যুদ্ধ শুরু,

খেতে মাঠে বাড়িতে মরলো মানুষ দিনে রাতে

দেশের জন্য বাংলা মায়ের জন্য জীবন দিয়ে

তিরিশ লক্ষ বাঙালি শহীদ হলো দেশের তরে ।

নয় মাস যুদ্ধ করে অনাহারে অর্ধাহারে ছদ্মবেশে,

সব হানাদার সোনার ছেলেদের হাতে হলো শেষ

পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হলো নতুন এক দেশের

সেই দেশের নামটি হলো সোনার বাংলাদেশ।

এই বিজয় এমনি এমনি আসেনি দাম দিতে হয়েছে, 

এই বিজয়ের মাঝে অনেক দু:খ কষ্ট আছে

আমাদের মা বোন ভাইদের জীবন দিয়ে হয়েছে 

তাতে তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে।

আজ দেশের মানুষ ভালো আছে ভালো থাকুক 

এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবার হৃদয়ে রাখি,

আসো সবাই মিলেমিশে চলি হাতে হাত রেখে 

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে সবে ভালোবাসি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1