আমি আজ খুব একা
কেউ নেই আপন,
ভগ্ন হৃদয় নিয়ে
জীবন যাপন।
দুচোখের জলধারা
নিরবেতে ঝরছে,
অতীত স্সৃতির কথা
খুব মনে পড়ছে।
ঐ তো সে দুরান্ত
যৌবনের কাল,
ছুটেছি সব ভুলে
সকাল বিকাল।
ঘুরেছি মাঠ ঘাট
বনবাদাড়ে,
বন্ধুদের সাথে নিয়ে
দূর পাহাড়ে।
আজ আমি ক্লান্ত
বয়সের ভারে,
শৈশব কেঁদে উঠে
শুধু হাহাকারে।
যারা ছিলো খুব কাছে
তারা সব দূরে,
চৈতের খরতাপে
হৃদয় পুড়ে।
আমি আজ খুব একা
বিষন্ন আকাশ,
চারিদিকে বহে শুধু
বৈরী বাতাস।
Post a Comment