হাঁটতে গেলে পা চলে না
দাঁড়াইলে হয় ভাবুক মন
ভাবনাতে মন ডুবে থাকে
সামনে যাবো কতক্ষণ
হাঁটতে হবে প্রয়োজনে
শহর কিম্বা গাঁয়ের পথ
জ্যমে পড়ে থামলে গাড়ি
বামে থাকে পায়ের পথ।
হাঁটতে গেলে পা চলে না
পড়ছে কী পা লোহার ছোল
পায়ের কাছে হচ্ছে মনে
পেটটা যেনো আস্ত ঢোল।
হাঁটতে গেলে পা চলে না
চলার গতি চলমান
ভাবুক মনে ভাবতে থাকে
সাহসী মন বলবান।
বলবান এই দেহের গতি
বহন করে পা-ইতো
পাহাড় তুলির বাহার ঢুলি
হাঁটে শহর গাঁ-ই তো।
হাঁটার তালে আনন্দ মন
হাঁটাই যখন কর্মগুণ
হাঁটার তালে করতে পারেন
হাজার রকম অসুখ খুন।
অসুখ যখন খুন হয়ে যায়
মন হয়ে যায় ভালো
হাঁটতে গেলে পা চলবান
সামনে থাকে আলো।
Post a Comment