দেখতে পারিস দেখাতে পারিস
লেখতে পারিস লেখাতে পারিস
জানলে
শেখতে পারিস শেখাতে পারিস
টিকতে পারিস টেকাতে পারিস
মানলে।
নাচতে পারিস নাচাতে পারিস
ভাসতে পারিস ভাসাতে পারিস
জলে তো
চলতে পারিস বলতে পারিস
গলতে পারিস ডলতে পারিস
বলে তো
উড়তে পারিস ঘুরতে পারিস
ছুটতে পারিস জুড়তে পারিস
বন্ধনে
ঝুলতে পারিস খুলতে পারিস
ভুলতে পারিস দুলতে পারিস
নন্দনে।
লড়তে পারিস লড়াতে পারিস
গড়তে পারিস গড়াতে পারিস
দেশটাকে, চেষ্টাতে।
বলি, চেষ্টাতে এক রত্তি হারিস?
পারিস পারিস সত্যি পারিস
বিজয় নিশান উড়াতে পারিস
চেষ্টাতে।
Post a Comment