ধানমন্ডির বত্রিশের বাড়িতে সমাধি হয়েছিল আঁকা,
সেই তো জাতির বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার খোকা।
যুদ্ধ জয়ের ইতিহাস লিখতে জীবনটা যার সারা,
লিখে গেলেন সারাটি বাংলায় মানবাধিকার ধারা।
স্বাধীন বাংলার ইতিহাস লিখতে তার দুনিয়ায় আসা,
শিখিয়ে গেলেন প্রতি বাঙালিকে, দেশটাকে ভালবাসা।
কতো সংগ্ৰামে আন্দোলনে প্রান বাজি রাখা তার,
জাতির পিতা শুধু এক নেতা, তুলনা হয় না যার।
দেখি নাই আমি মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে জানি,
মহান নেতার নিঃস্বার্থ সেই দান, দিয়ে গেলেন কতখানি।
কাঁদছে আজও দেয়ালে তাহার প্রতিটি ইটের কনা,
কতো কষ্টে গেলেন নিজে, গেলেন কতো আপনজনা।
হয়তো মনে মৃত্যুর ক্ষনে বলেছিলেন বাঙালিকে,
চিরদিন যেন আমার সোনার বাংলা,শত্রু মুক্ত থাকে।
Post a Comment