Header AD

বিনয় মন্ডল এর কবিতা || পঙ্গপাল



যারা চিরদিন মস্তিস্কের অসুখে ভোগে 

অনবরত ঘৃনার বিষবাষ্প বিলিয়ে যায়

তারা জানুক: বুকে আমাদের জমা আছে 

সময়ের দামে কেনা নিখাদ ভালোবাসা।

.

আমরা বিশ্বস্ততায় দুহাতে চাষাবাদ করি

শ্রম আর ঘামে আজও ফলাই সোনা

ক্ষতিকারক অজস্র পঙ্গপালের মতো

যারা নষ্ট করে সময় সোনালী ফসল

আমরাও জানি শিকড় উপড়ে 

মির্জাফরের বিষ দাঁত ভেঙ্গে দিতে।

.

পৃথিবীতে অন্ধকার বলে কিছু নাই

শুধু দুচোখ ভরা আলোর অভাব।

.

তবুও একদিন রাত্রির অন্ধকার মুছে যাবে

সবার হৃদয়ে ফুটবে অনবরত আলো 

আবার লাঙ্গলে চাষাবাদ হবে অনাবাদী জমি

আমরা ফলাবো সেদিন সোনালী ফসল।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1