Header AD

ফারুক প্রধান কবিতা || কঙ্কালের দেহের কাঠামো




নির্জন পথে হেটে চলেছি অরণ্যে 

সুসাং টুংটাং নেই কোন শব্দ।

পাতা ঝরা গাছগুলো সাদা মেঘের আড়ালে

বিলাপের সুরে কেঁদে যায়।

নিথর শবদেহ দেখে আৎকে উঠি!

জানিনা কার লাশ পড়ে আছে পথের মাঝে

বেওয়ারিশ হলে লাশের খবর কেউ রাখে না।

কার লাশ কে জানে পত্রিকায় ছাপা অক্ষরে লেখা হয়

কোন এক অজানা পথের পথিক। 

চলতে চলতে থেমে যায় হৃদপিণ্ড 

শ্বাস নেয়ার মত পাতা গুলো বাতাসে তাণ্ডব দেখায় নাই

কেউ তাঁকে পানি দিয়ে প্রাণ বাঁচায় নাই।

চলে যাবে কোন এক দেশে 

অজানা পথের ঠিকানা 

কেউ জানে কি হবে মাটির সুড়ঙ্গে 

মিশে যাবে মাটির ঘ্রাণে 

শুধু পড়ে রবে কঙ্কালের দেহের কাঠামো।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1