Header AD

মাধুরী শর্মা'র কবিতা || থেকো মোর স্বপ্ন ঘোরে



আজও তোমার প্রতীক্ষায়, আজও পথের পরে পথ হারাই,আজও তোমার জন্য আমি মুক্ত জীবনানন্দ। এসো হে,এসো সকল ছেড়ে, এসো ক্ষনিকের ছলে,এসো, 

 দাও মনে করিয়ে স্মৃতির অন্তর্জাল ভেদে,  বন্ধু হয়ে থাকো সারাজীবন। 

না হয় হলো একসাথে পথচলা,নাহয় হল খেলাঘর বাধা , দুপ্রান্তে  হবে প্রাণের খেলা সারাবেলা,হবে নিত্যনূতন ছন্দধারা,হবে স্বরলিপি  হবে রচন নব রচিত চয়নে,,প্রভাত পাখি থেকো মোর সকল প্রভাতিয়া সুরে। থেকো মোর স্বপ্ন ঘোরে, থেকো মোর কল্পলোকে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1