হাসু আপার আদরে মায়ের চাদরে
বাবার শাসনে ভাইয়ের আহ্লাদে
দুষ্টমিতে ভরপুর ভীষণ ডানপিঠে
শেখ রাসেলের হেসেখেলে দিন যেত কেটে।
.
সেই রাতে ঘুমালে নিষ্পাপ মুখ
হঠাৎ দলবলে পাপিষ্ট হায়নার ডাক
হিংস্রতায় দরজায় আঘাত হানে অনবরত
কতটা বর্বর! কতটা নিষ্ঠুর!
কতটা আকুতি মিনতি-আর্তনাদ
আমি মায়ের কাছে যাবো!
ওরা পাষন্ড ওরা পন্ডুর ওরা বর্বর
ওরা শোনেনি-তোমাকে বুলেট বিদ্ধ করে
মা-বাবা আত্মীয়দের পাশে
অনবরত রক্ত স্নানে দাফন করে
খুনির উল্লাসে প্রকম্পিত হয় দেশ।
.
ওরাতো জানেনা রাসেল মরেনা
তোমার ছবি প্রতিটি হৃদয়ে হৃদয়ে
রাসেল মানে এক খন্ড বাংলাদেশ।
.
মতিঝিল, ঢাকা
১৮.১০.২৪
Post a Comment