সোনালী ধানের শীষে বসে আছে দোয়েল শ্যামা ঘুঘু
বাতাসে দোলে গায়ে গায়ে লাগে নাচে ঘাস ফরিং বুলবুলি।
কৃষকের হাতে কাস্তে ওঠে নতুন ফসলের ঘ্রাণে
ঘরে তোলে ধান কৃষাণী মজুর নবান্নের উচ্ছ্বাসে।
পাড়ায় পাড়ায় ধুম পড়ে যায় শিশু কিশোর বৃদ্ধ
নতুন ধানের ফিরনি পোলাও এ পাড়া ও পাড়ায় বিলায়।
হেসে হেসে দিন কেটে যায় রাখালি বাঁশির সুরে
নাইওরী যাওয়ার ধুম পড়ে পানশী নৌকা করে।
শুশুর শাশুড়ী জামাই আদর পাড়া পড়শীরে ডাকায়
বাজার সদাই জমে ওঠে আজ সরষে ইলিশ খায়।
Post a Comment