.
দাঁড়িয়ে থাকা তুমি এক গাছের হৃদয়
আকাশের বুকে যদি কাঁদবেই !
তবে কেন মেঘের কাজল পড়েছিলে?
এই অসময়ে পৃথিবীর দারুন অসুখ
তবুও তোমার দীর্ঘ বেদনার শীত
স্টেশানের কোলাহলে দাঁড়িয়ে রয়েছে চুপ
তোমার ঠোঁটের কাছে যারা শিখেছে চুমুর ব্যকরণ
তাঁরাও বুক ভাঙ্গা কান্নায় স্তব্দ নিশ্চুপ।
.
তোমার শরীর জুড়ে কি এমন শীত?
পাতা ঝরা দিনে নিরবে অশ্রু ফেলে
মনের অজানা ভাষা নিরবে পড়ি
অথচ কতটা ঘুমহীন রয়েছো তুমি।
.
কুয়াশায় ভিজে গেলে মেঘ কালো চুলের মেয়ে
বসন্ত বাতাসে পাতারা গজায় যে যার মতো
অগ্রাহায়নে কাটা হলে গর্ভবতী ধান
নবান্ন উৎসবে মেতে উঠে পৃথিবী আজও
তবে তুমি কেন শুয়ে আছো-
মধাহেৃর সোনালী রোদহীন ঘরে?
.
বই মেলা ভেঙ্গে গেলে শিখা চিরন্তন পাশে
টিএসসি মোড়ে দাঁড়িয়ে আড্ডায় মেতেছি কত
বলেছিলে-অনেকের সাথে আজ শেষ দেখা হয়ে গেছে
কোলাহল ভেঙ্গে গেলে আবার ফিরবে বাড়ি।
.
তুমি ক্ষমা পেলেও আমাদের দিয়েছো মাশুল
আমাদের আনাড়ি বুকে আজ ভীষণ শীত
এই অসময়ে তুমি কেন শুয়ে আছো?
তবুও অজস্র বুকের উষ্ণতায় একবার চোখ খোল
কলমে আবার লেখো তোমার আপন পৃথিবী।
Post a Comment