Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || দুনিয়া



আমার আমার এই দুনিয়ায় আমার কিবা আছে?

এক পলকের ব্যাবধানে কতো প্রান ঝড়ে গেছে।

ভাই বন্ধু আত্মীয় পরিজন সকলই জন্ম পরে,

আপনজন নিয়ে সংসার নামে একটি পরিবার গড়ে।

সদ্য বিদায় নিলে একজন শুনে করি হায় হায়!

বেঁচে থাকার ক্ষনে ভাবছি না একবার ,সকলই ফুড়ায়।

আলোর দেখায় রোজ প্রভাতে উঠলো ফুটে রবি,

সাঁঝ বেলাতেই যায় হারিয়ে,ঘন আঁধার ছবি।

মাঝের রাতেই কথা বলে তার সাথে খুশি মনে ফিরে যাই,

ডাক দিলেই ভোরের পাখি শুনছি আর সে বেঁচে নাই।

একোন অজানা নিয়তির লেখনী মানবের জীবনে?

কি সুখ এ হেন জগত জুড়ে মানব সৃজনে?

তবুও আমার আমার করছি সদাই,সব দখলের পালা,

যমের টানে বন্ধ দমের মেশিন,ঘুঁচবে আমার জ্বালা।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1