Header AD

প্রসপারিনা সরকার কবিতা || ভীতবিহ্বল শেখ রাসেল



প্রজ্ঞাবান কালজয়ী এক মহাপুরুষের

রক্তের ধারা বইছে তার কমল শরীরে ৷


বুদ্ধিদীপ্ত হাস্যজ্জল মুখাবয়ব সুতীক্ষ্ম  দৃষ্টিতে সুপ্ত প্রতিভা ৷


বাবা-মায়ের প্রাণ অন্তঃ স্নেহধন্য পরিবারের আদরের কনিষ্ঠ রাজপুত্র ৷


পঁচাত্তরে ভয়াবহ পনের আগস্টে কুচোক্রি ঘাতকদের তাণ্ডব লীলায় ৷


ভীতবিহ্বল ছোট্ট শিশুটি বলেছিল-

 ভাইয়া ওরা আমাকে মারবে না তো ?


"আমি মায়ের কাছে যাব

 মায়ের কাছে যাব "বলে কাদছিল ৷

এক হিংস্র ঘাতক উপরে নিয়ে গেল 

তারপর বুলেটের বিকট শব্দ ৷ 


মুহূর্তে নিষ্পাপ শিশু রাসেলের দেহ রক্তাক্ত, নিথর নিস্তব্ধ ৷৷

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1