Header AD

প্রসপারিনা সরকার এর কবিতা || মানবতায় বিশ্ববাসী জাগো



 ক্ষমতার লোভ মোহ -তৃষ্ণা 

বাঝছে ভয়ন্কর যুদ্ধের দামামা 

 ফুটছে গোলা-বারুদ, বোমা 

হচ্ছে কামান -বিমান হামলা  মানুষ মরছে বইছে রক্ত ধারা৷

 

হচ্ছে জীবানু অস্ত্রের কারখানা 

চলছে শক্তির মিছে আস্ফালন 

বাড়ছে লাশের স্তূপ, লাশের মর্গ  

আতংকে ছড়িয়ে পড়ছে হিংস্রতা  

দম্ভের আগুনের লেলিহান শিখা ৷


জাগো জাগো বিশ্ববাসী জাগো

নৃশংসতার বিরুদ্ধে জেগো ওঠো 

মানবতার অস্ত্রে বিভেদ ভাঙ্গো 

মুষ্ঠিবদ্ধ হাতে মিছিল করো 

রুখে দাড়াও স্লোগান তোলো ৷


তোলো তোলো স্লোগান তোলো-

যুদ্ধ মৃত্যু রক্তপাত বন্ধ করো 

ভয়াবহ মরণাস্ত্রের ধংস যগ্ঘ

বন্ধ করো বন্ধ করো  ৷

মানবতায় বিশ্ববাসী জেগে ওঠো ৷



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1