শেরে বাংলা এ্যাওয়ার্ড- ২০২৩
সমাজসেবা কাজে বিশেষ অবদানের জন্য সমাজকর্মী , লেখক ও কবি প্রসপারিনা সরকারকে শেরেবাংলা সম্মাননা প্রদান করা হয় ৷
অদ্য ২০/১০/২০২৩ ইংরেজি তারিখে শের-ই- বাংলা এ কে ফজলুল হক এ-র ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কালচারাল ফোরাম ও কবি সুকান্ত স্মৃতি সংসদ।
স্হান - অরনেট হোটেল, বিজয়নগর, ঢাকা।
Post a Comment