ফতুল্লার হিরো মোদের
স্বপন চেয়ারম্যান।
ফতুল্লাবাসি মনে রাখবে
তোমায় সর্বক্ষণ।
কর্মগুণে সবার কাছে
তুমি অসাধারণ।
তোমার অকাল মৃত্যু সইবে
কেমনে জনগণ?
জনগণের ভালোবাসা
থাকবে তোমার পাশে।
তোমার লাশটি কবরে যেন
সবার দোয়ায় ভাসে।
তোমার মত কাউকে আর
না পাই যদি পাশে।
হৃদয় মোদের দংশন হবে
সাপের নীল বিষে।
সৎ সাহস কর্মগুনে
ছিলে অবিচল।
তোমায় দেখলে মনে জাগতো
সাহস শক্তি বল।
শত হাজার লোকের আজ
চোখ ছলছল।
সবার দোয়ায় আল্লাহ দিবে
জান্নাতেরই ফল।
Post a Comment