Header AD

মোঃ ইমন মিজি'র কবিতা || অবহেলা অপমান





রক্তের লাল ভাই অবহেলা অপমান 

একে, ওপরে দেখতে পারেনা দু’চোখে সমান 

মুখোশ পরা ভাই যে আমার পিছে লেগেছে।

মুখোশ পরা পেয়েছি কাছে শেষে, 

বিশ্বাস বুক ভেঙ্গে ধ্বংস করছে নিমিষে।


নিজেই নিজের জ্যান্ত বিবেক -

মাটি চাপা দেওয়ার জন্য, 

অনেক থাকার মাঝেও তুমি হবে শূন্য। 

জমি মকদ্দমায় কোটকাচারি করে, 

ভাইয়ের সাথে ভাই ছুরি কাটাকাটি করে।

আমরা মানুষ সৃষ্টির সেরা বিবেক বুদ্ধি ভরা 

আমাদের বিবেকে কি দেয় না বাঁধা 

আমরা সৃষ্টির আসল

অন্যের জমি কেন করিব ভোগ দখল। 


অবহেলা স্রোত করে ভাসিয়ে দিয়ে যায়

যে কথা কামে মিল রাখে না 

তার সাথে এত কিসের আলাপ। 

বাঁচতে চাই ভাইদের সাথে, 

চলতে চাই একই সাথে মিলেমিশে,

একই পরিবেশে সমাজে সারা জীবন 

বলি সে যদি ভালো হয় তার বুল শুধরিয়ে কেমন। 


শুনে যায় ভরে বুক সত্যর মাঝে থাকে সুখ

কিছু ভাই পরিবারের ভিতর ও সমাজে আছে 

দেখা যায় এরকম মুখ

বিশ্বাসটা উঠে চলে আসে দূর বহুদূর, 

তার কাছে থাকে না এই বিশ্বাসটা আর সুমধুর।


অর্থ সম্পদের কারণে 

দিন সপ্তাহ বছরে মনে থেকে সে বিছিন্ন হয়ে ওঠে 

মাটি কখনো আকাশে উঠবে না, 

আকাশ কখনো মাটিতে নামবে না!


সমাজে মানুষের কাছে অপমানে পরিণত হয়ে ওঠে

অবহেলা অপমান হয়ে যুক্ত বটে

বিশ্বাস বুক থেকে উঠে যাবে, 

ক্ষয়ক্ষতি করার ভাবনাটাই এসে পড়বে 

উচিত কথা ধরে তুললে গায়ে বাধে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1