Header AD

টিনা ব্যানার্জী'র কবিতা || সেরা পুজোর বাজার



 পরিবারকে নিয়ে গেলাম পুজোর বাজার করতে,

 কিনছি সবাই ব্যাগ ভর্তি পারছেনা আর ধরতে।

 করতে বাজার গিয়ে ঢুকলাম বড় শপিং মলে,

 ভীড়ের ঠেলায় দম ফেলা দায় বিশাল ওই হলে।

 তবুও কেনা সবই হল এবার ফেরার পালা,

 ভিড়ের মধ্যে শোরগোলেতে কানে ধরল তালা।

 বেরিয়ে দেখি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে হাত পেতে,

 দেখেও সবাই দেখছে না তোব লছে সরে যেতে।

 হঠাৎ করেই মনের ভিতর করলো ওঠা নামা,

 ছুটে গিয়ে কিনে আনলাম ছোট্ট একটা জামা।

 হাতে দিতেই খুশির হাঁসি মুক্ত ঝড়ে হাজার,

 ওটাই ছিল আমার কাছে পূজোর সেরা বাজার।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1