Header AD

নাহিদ আফরোজ লিজা || ধ্রুবতারা





শেখ রাসেল সোনা তুমি

বাংলার আকাশে, ধ্রুবতারা

শুভ জন্মদিন তোমায় নিয়ে পাগলপারা,,,, 

অবুঝ শিশু তুমি পানি চেয়ে পাওনি, আমরা সবাই জানি

মায়ের যাবে বলে যেমনি দেবে দৌড়

পাকিস্তানী প্রেতাত্মা মানুষ রুপি  হায়েনা, 

করলো তোমায় শুট

অবশেষে  নিথর প্রাণ পরে রইলো বত্রিশে,

কালো ভরের উদয় হলো সেই- পনের  আগষ্টে,,,,

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1