বিশিষ্ট সমাজকর্মী, কবি ও লেখক, ম্যাপ কালচারাল একাডেমি সভাপতি প্রসপারিনা সরকারের জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন
করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক মুস্তাফিজুল হুদা, কবি ও গীতিকার নুরুল ইসলাম, প্রকাশক ও সম্পদাক মতিন বাঙ্গালি, কবি সুফিয়া শিউলি, শিল্পী আবু সুফিয়ান সরকার,
রাশিদা আকতার, ফাতিমা জামান, তাসলিমা খানম, নাসিমা রুবি, মানিক চক্রর্তী, কার্তিক সাহা, বিদ্যুৎ চক্রবর্তী, হাসনাইন আজাদ সহ ম্যাপ'র কলাকুশলী ও ছাএছাএীবৃন্দ সহ অন্যান্য সুধীজন। জাঁকজমকপূর্ণ এই আয়োজন করে ম্যাপ কালচারাল একাডেমি । সারাদিন ব্যাপি এই আয়োজনে ম্যাপ এ-র কলাকুশলী, প্রশিক্ষক ও সদস্যবৃন্দ সকালের অধিবেশনে ফুলেল শুভেচ্ছা, কেককাটা পর্ব, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্ত হয় । বিকালে ম্যাপ কালচারাল একাডেমির শিশুরা জন্মদিনের গান, কবিতা আবৃত্তি শেষে কেক কেটে বিকালের অনুষ্ঠান শেষ করে ।
Post a Comment