আবার যুদ্ধ আবার মানবতার পতন
আবার কান্না, মৃত্যু, হাহাকার দুর্ভিক্ষ।
আবার ইসরায়েল আবার ফিলিস্তিন,
প্রাচ্য পাশ্চাত্য, আবার দূর প্রতিপক্ষ।
রক্তঝরা দিন কি আর বন্ধ ছিল সেই
মানুষ যখন জন্ম নিল মৃত্তিকার ধরায়,
মানবতার কূল জুড়ে চলছে খুনাখুনি
শান্তি চাপা পড়ে থাকে নথির পাতায়।
যুদ্ধ চলবে এটাই যেন প্রকৃতির নিয়ম
মানবতার নামাবলী গায়ে যতই কাঁদি,
একদিন দুইদিন এক যুগ আর মহাযুগ
এ যেন নিউরনে লালসা ক্ষমতার ব্যাধি।
ধ্বংস সৃষ্টি নিয়ে এটাই যে রহস্য খেলা
কার কি এসে যায় মরুক কোটি প্রান,
মানবাধিকার দল করুক শত চিৎকার
জাতি ধর্ম যতই করুক শান্তির আহবান।
আবার ফিলিস্তিন আবার ইসরায়েল
যুদ্ধবাজ ওঁৎ পাতে এমন যুদ্ধ খেলায়,
শিশুর মৃত্যু মন কাড়ে না আর সংবাদে
বাঁচার চেয়ে মৃত্যুই হোক উন্নত মাথায়।
১০ অক্টোবর, ২০২৩।
Post a Comment