শরৎ আসে আকাশের উঠোনে
নীল সাদায় মাখামাখি করে ,
আমার শুভ্রতায় স্নিগ্ধ শরতবেলা
কখনো রঙিন স্বপ্নে যায় ভরে।
ভালোলাগা গুলো দিয়েছে ভরে
শরতের স্নিগ্ধ সকালে
একঝাঁক পাখি উড়ে যায় দূর আকাশে ,
কখনো ফিরে আসে, কখনো হারায়
হারিয়ে যায় দূর অজানায় ।
মন তুমি ভিজে যাও শরতবর্ষণে
সাদা সাদা কাশফুলের সাথে ,
বিলিয়ে দাও সব বিষণ্ণতা
শরতের শিশির ভেজা প্রভাতে ।
কখনো ডুবে থাকে বেদনার নীল রঙ
শরতের উঠোনে ,
কখনো লুকোয় শুভ্র সাদা
ছেঁড়া ছেঁড়া মেঘেদের আড়ালে।
নির্মল পেঁজা পুঞ্জ সাদা মেঘে ঢাকা
শুভ্র শরৎ কাল
অপরূপ সাজে সজ্জিত প্রকৃতির মাঝে
হয়ে যাই মাতাল ।
দুকূল ছাপিয়ে কাশফুল আর
শরতের ঘ্রাণে মন ব্যাকুল হয় ,
এক অদ্ভুত ভালোলাগায়
মন ও প্রাণ জুড়িয়ে যায় ।
শরতের অভিমানী মেঘ জমে পূব আকাশে
ইচ্ছেরা কেবল পালিয়ে বেড়ায় মৃদু আবেশে,
আকাশ পানে চেয়ে থাকি কখনো মুগ্ধ নয়নে
খুঁজে বেড়াই সুখের ঠিকানা স্মৃতিতে, মননে।
আকাশের সব নীল হৃদয়কে ছুঁয়ে দেয়
রন্ধ্রে রন্ধ্রে শরতের মৃদু হাওয়া দোলা দিয়ে যায় ,
মন কখনো ভাসে ছেঁড়া ছেঁড়া মেঘেদের ভেলায়
কখনো মন রাঙিয়ে দেয় মৃদুমন্দ পূবালী বায় ।
Post a Comment