Header AD

পলক রহমান কবিতা || নবীন কবির শরৎ ভাবনা



শরত তোমার শুভ্র আকাশ মাথায় করে

বালির চরে হাসে কাশের বন,

কার বিরহী মুখের ছায়া পড়ে নদীর জলে

ভাটির পানে কান্না শুনি অনুক্ষণ। 


শরত তোমার শিশির কণা জমছে ঘাসে

সূর্যের আলো পড়ছে সেথা ঝরে,

আজ শঙ্খচিলের আকাশে দেখি কার

শুভ্র আঁচল ভেজা বায়ে ওড়ে।


শরত তোমার শুভ্রমেয়ে অন্ধকারে কাঁদে

শিউলী ফুলের শাখায় ঝুরে সুর,

চাঁদের আলোর জানালায় বসে ভাবি

বাজছে কানে কার বেদনার নুপুর। 


শরত মানেই যেন কোন শুভ্ররোগে ভোগা

কবির লেখায় কাশফুলেদের ছবি,

ছেঁড়া তুলায় গেল কি না আকাশ ছেয়ে

ভাবছে কি তা নবীন কোন কবি?


০৭ অক্টোবর, ২০২৩।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1