শনিবার (৭ অক্টোবর ২০২৩ ) দুপুরে কলকাতা শহরের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন প্রাঙ্গণে খড়গপুরের ইচ্ছে কুঁড়ির শারদ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজেশ বসু সঞ্চালনায় ও সভাপতিত্বে ছিলেন সঞ্জীব ঘোষ,
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আরণ্যক বসু মহাশয়,
বিশিষ্ট অতিথি কবি রেবা ডাকুয়া মিস্ত্রী
কবি আদিত্য কর্মকার।
এসময় আরও উপস্থিত ছিলেন অভিলাষ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও ইচ্ছে কুঁড়ি সংকলনের
সম্পাদিকা অরুন্ধতী দত্ত ,
এ্যডমিন-- পিউ দত্ত ,সঞ্জীব ঘোষ, লক্ষী বিশ্বাস, সূর্য রায় অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন
ইচ্ছে কুঁড়ি শারদ সংকলন নিয়ে অভিলাষ সাহিত্য পত্রিকার সংকলনের সম্পাদিকা অরুন্ধতী বলেন, আমরা অভিলাষ সাহিত্য পত্রিকার ইচ্ছে কুঁড়ি সংকলন এই প্রথমবার প্রবীণ ও নবীন লেখকদের লেখায় শারদ সংকলনে চাদরে সাজানোর চেষ্টা করেছি।
এটা আমাদের প্রথম প্রয়াশ আশাকরি পাঠকমহলে সাড়া ফেলবে।
পরবর্তী শারদ সংখ্যার সাথে আমার স্বর্গীয় পিতার স্মৃতির রক্ষার্থে --১০ জন সেরা কবি সাহিত্যিকদের পুরষ্কৃত করা হবে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন -রৌপ্য পদক
দ্বিতীয় স্থানে যিনি থাকবেন তিনি পাবেন তাম্র পদক
তৃতীয় পাবেন ব্রোন্জ পদক।
Post a Comment