০৭/১০/২৩ ইং তারিখে পাঠক সমাবেশে কাঁটাবনে রাইটার্স ক্লাব ও কবিতা বাংলা আয়োজনে শরতের কবিতা সন্ধ্যা, গদ্য কবিতার ছন্দের আলোচনা ও প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণ করে কবি ও শিশুসাহিত্যিক বিমল গুহ ও জাতিসত্বার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছড়াকার ও কবি মাকেক মাহমুদ, সব্যসাচী লেখক ফারুক প্রধান, কবি ও ছড়াকার শিকদার, কবি কুমুদিনী, ছড়াকার নুরুদ্দীন শেখ, শিশুসাহিত্যিক রহিম শাহ, কবি শিবু কান্তি, ছড়াকার রমজান মাহমুদ, কবি সেলিনা শেলী, কবি মাশরুরা লাকী ও কবি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সঞ্চলনায় ছিলেন কবি ও অনুবাদক ইউসুফ রেজা।
Post a Comment