প্রেম যেন না হয় বিষন্ন এক হ্নদয় পোড়া বেদনার নাম,
না হয় যেন প্রেম, ফোঁটায় ফোঁটায় নয়ন জলের দাম।
মূল্যহীন যেই ভালবাসা অঙ্কুরে যায় ঝরে,
থাকে কারো আকুলতা পাওয়ার আশারই নীড়ে ।
আছে যার মন সেই তো জানেন এযে এক ভিন্ন সুখ,
বেদনার অন্তরালে ভাসে আলোর ঝলকে প্রিয়মুখ।
রুপের গন্ডিতে বাঁধা না হয় ভালবাসার স্বপ্ন যতো,
উন্মোচিত মনের আদলে খুঁজি,প্রেম তার খাঁটি কতো।
ঢাকা মুখোশে মন যার পায়না তো পূর্ণতা প্রেম তার,
হারিয়ে সবটাই ঠুকরে কাঁদে ভাগ্যের দুয়ারে বারবার।
জোড়া নামের অক্ষরে আজও ভালবাসা কথা কয়,
প্রেমের বাঁধনে আগলে রাখা সেই ইতিহাস প্রানে বয়।
আছে কি সেই মন,সত্য, বিশ্বাসে আঁকা প্রেম আর?
তবে কেন এদিনে প্রেমের কারনে পথে মন অজানার?
খুঁজে নাও সেই চেনা প্রেম ভালবাসার রঙে শত,
হাতছানি যার সন্মুখে কঠিন সময়ে,সঙ্গি হয় অবিরত।
Post a Comment