Header AD

শাহাদাত হোসেন'র কবিতা || শুভ জন্মদিন তোমাকে

শেখ হাসিনার জন্মদিনে শাহাদাত হোসেন এর নিবেদিত কবিতা- শুভ জন্মদিন তোমাকে



ব্রিটিশ তাড়ানো সদ্যস্বাধীন নতুন এই বঙ্গে ফুলেফলে  সবুজের সমারোহ, উপচেপড়া ফসল -ধান কাউন আর সোনালি আশেঁর দেশ, -টুঙ্গিপাড়ার বাইগার নদীর তীরে-'৪৭ এর ২৮ সেপ্টেম্বরে তুমি এলে এক স্বাধীন চিৎকারে।


যেখানে-

 বিলের ধারে শাপলা ফুটে ডাহুক কোড়া পানকৌড়ি, আরও  নাম না জানা কত পাখি ডাকে, 

আবার দুরন্ত বালকের দল  ছুটে ঘাসফড়িং এর পিছে,

দিগন্তজোড়া হলুদ সরিষার ক্ষেতে কাঁচাসোনা রোদ খেলা করে কিষাণ কিষাণীর সাথে।


তুমি এলে- শালুক ভরা পলিমাটি আর মিঠাপানির মাছ কৈ শিঙ মাগুরের বিলের কাছে  মায়াভরা এক পল্লীমায়ের কোলে।


একটু বড় হতেই, আবার  পশ্চিমাদের শোষন অবিচার বাবার পাশে বসে বসে ক্ষোভের সাথে ভালো করেই দেখলে।


যে বয়সে খাবার টেবিলে বাবার মুখে আদরমাখা গল্প শুনে সকালের নাস্তা কিংবা রাতের ডিনার সারবে,

-ঠিক তখনি মায়ের সাথে পিতার প্রিয় খাবার নিয়ে জেলের গেইটে যেতে।


সেদিন কে জানিতো- একদিন তুমি বঙ্গবন্ধুর পদচিহ্ন অনুসরণ করে, সাইকেল চালানো সেই ছোট্ট শিশুটিই আজকের বিশ্বনেতা হবে।


তোমার জন্মদিনে -শুভ জন্মদিন তোমাকে...।

 ক্ষণজন্মা জীবন্ত কিংবদন্তী তুমি চিরদিন এ বাংলায় র'বে-

যতদিন  পদ্মা মেঘনা যমুনা,   গোমতি কর্ণফুলী সুরমা, তিস্তা ধরলা রূপসা, কীর্তনখোলা চিত্রা ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ আত্রাই মধুমতি কুমার, চন্দনা এ বাংলায় প্রবাহিত হবে মায়ার বাধঁনে হেসে খেলে।


ততদিন তুমি রবে এ দেশ হতে সারা বিশ্বে , কোটি মানুষের হৃদয়ে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1