ভালোবেসে তোমায় লিখছি চিঠি
সকাল দুপুর সাজে তোমায় খুঁজি
অভিমান ভুলে কাছে এসো তুমি ৷৷
চাতক পাখির মতো তৃষার্ত নয়নে
অধীর অপেক্ষায় প্রহর গুনি
হে প্রিয় কখন সেজে আসবে তুমি ৷৷
রোদের তীব্রতা প্রচন্ড খরতাপে
আমার মন খারাপের সময় ক্ষনে
এসেছ প্রেম আনন্দের বার্তা নিয়ে ৷৷
তোমার স্পর্শের শীতল স্নিগ্ধতায়
ভালোবাসার বর্ষণে শান্ত আমি
তোমায় ভালোবাসি হে প্রিয় বৃষ্টি ৷৷
Post a Comment