Header AD

সব্যসাচী লেখক ফারুক প্রধান কে সংবধনা দেওয়া হয়

 গতকাল আন্তর্জাতিক সাহিত্য উৎসব-২০২৩ইং তারিখে চাচণ্ডি জে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে বাসুদেবপুর, মুর্শিদাবাদ ভারতে অনুষ্ঠিত হয়। স্কুলের পঁচাত্তর তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিশু সাহিত্যিক রমিম শাহ,

 পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক মজিবুর রহমান, সব্যসাচী লেখক ফারুক প্রধান


, সবুজ সরকার, ডক্টর শরীফ সাকী,  কথা সাহিত্যিক আলী সোহরাব, কবি ইলা দেবী মল্লিক, কবি বেবী জেসমিন, অধ্যাপক শামিম সাইফুল্লাহ, ডক্টর নাজিবুর রহমান, ডক্টর আব্দুল ওহাব কবি সম্পাদক মো: ইজাজ আহামেদ প্রমুখ।  সঞ্চালনায় কবি সাবের আলী (মুর্শিদাবাদ)

দুই দেশের জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1