Header AD

নাজমা বেগম নাজু'র কবিতা ||স্বদেশপ্রেমী তেজদীপ্ত অংগীকার
কোটি বছরের নক্ষত্রের পাশাপাশি 

অম্লান অংগীকারে  যে নক্ষত্রের 

মহান বার্তায় বাংলাদেশের নাম 

বিশ্বের আাকাশে 

সূর্যের মত অশেষ আলো ছড়ায় --

তিনি আমাদের মহান নেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রতি ঘরের দীপ্যমান আলোক শিখা,  হৃদয় সীমার শান্তিময়ী মিষ্টি বকুল তিনি, 

সীমাহীন শক্তিময়ী - কল্যাণময়ী জননী তিনি--

তিনি অবিনাশী ভোর, - স্বাগত দিনের 

আশির্বাদী উচ্চারণ। 

জীবনের মাঝে লুকিয়ে থাকা

 অদম্য জীবন তিনি। 

স্বদেশপ্রেমী সুদীপ্ত অংগীকারে

তেজদীপ্ত এক ভালবাসার নাম।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1