Header AD

প্রসপারিনা সরকার এর কবিতা || সেদিন কে জানিত

 




এক যে ছিল স্নেহময়ী 

দেশ আর দেশের মানুষের জন্য 

পরম মতাময়ী এক জননী ৷৷


৪৭ সালে ২৮ সেপ্টেম্বর 

জন্মেছিল সবুজ শ্যামল বঙ্গে 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে ৷৷


 বড়ই চঞ্চল রূপবতী মেয়ে

গ্রামের হাওয়ায় উঠল বেড়ে 

অসাধারণ এক বুদ্ধিমতী হয়ে ৷৷


 শিক্ষা প্রজ্ঞায় , মেধা- মননে 

সেদিন কে জানিত এই শিশুই হবে 

সমগ্র বিশ্বের বিস্ময়কর নেত্রী ৷৷

 

তিনি হলেন বঙ্গবন্ধুর সুকন্যা 

সত্য ন্যায়ের আলোর বর্তিকা

 বিশ্ব মানবতার শেখ হাসিনা ৷৷

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1