Header AD

বিনয় মন্ডল কবিতা || শরীরি অধিকার



অবশেষে চারিদিকে রটে গেলো

যুবতী ফুলেরা গর্ভধারণ করেছে।

কুঁড়ি হতে উধাও হয়েছে মৌ

ফুটতে শুরু করেছে ফুল লোভনীয় ঘ্রানে-

শিশির ও রোদ্র কানাকানি করে,

উড়ে উড়ে অট্ট হাসে প্রজাপতি-ভ্রমর।।


গহীন বনে সভা করে সব যুবতী ফুলেরা,

সিদ্ধান্ত হয় : ফৌজদারী মামলা হবে,

যে কথা সেই কাজ জনে জনে জিজ্ঞাসাবাদ

আতংকিত সকল কীট-পশু-পাখি।

রিমান্ড মঞ্জুর: মুখোমুখি পিঁপড়া ও মৌমাছি

দুজনের শরীরি কত পরীক্ষা-নীরিক্ষা !!

অগত্যা মৌমাছি দোষী হয় চার্জশীটে।


রায় আসে চিরদিন ফুলে ফুলে মধু নিবে মৌমাছি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1