Header AD

সপ্তিকা চক্রবর্তী'র কবিতা || ফিরে আসা চিঠিটা



পড়ন্ত বিকেলে একা বসে লেখা সেই চিঠিটা,

শব্দহীন ভাষাহীন দাঁড়িয়ে বত্রিশের সেই বাড়িটা।

ভিতর থেকে একটি শব্দ বলে যায় সারা বাড়ি,

কঠিন বিচার পাবেই যারা মুজিবের হত্যাকারী।

চেয়েছিলেন যিনি স্বাধীন দেশ বাংলা ভাষা আর জনতারে,

কেন পরিবার সহ হত্যা করা হলো, মুক্তিদাতা মুজিবরে?

পুরো বাড়িটায় কাঁদছে সবই তার বলছে সাঝ প্রভাতে,

স্বাধীন বাংলাতে দিলনা নেতাকে সুখের নিঃশ্বাস নিতে।

যার ত্যাগে শ্রমে অর্জন স্বাধীনতা এই বাংলাদেশে,

বুক কি কাঁপেনি একটি বারও শত্রু সেনারা এসে?

যা কিছুই তার হ্নদয়ের দান সবটুকু দেশেরই তরে,

তবে নিজ গৃহে কেন মুজিব হত্যা,দেশ স্বাধীনের পরে?

বহু লেখকের লেখার মাঝেতে কাগজ কলমে বারবার,

লিখে গেছেন বাঙালি চায়,মুজিব হত্যার বিচার।

লিখেছেন কবি এই চিঠিটা একাকী ফাগুন মাসে,

ধানমন্ডির বত্রিশ থেকে চিঠিটা ফিরেই আসে।

ফেরত চিঠিটা খামে ভরা আজও টেবিলের এক পাশে,

খবর পৌঁছাতে কবি যে এখন,জাতির পিতার দেশে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1