সন্তান শোকে দিশাহারা এক বৃদ্ধা জননী,
শুকায় না তার অশ্রূজলে ভেজা আঁচল খানি।
সাদা থানের কাপড় জড়িয়ে গায়ে,বসে একাকী বারান্দাতে,
তাকিয়ে খোলা আকাশের পানে দেখছে চন্দ্র রাতে।
হাতের লাঠিতে শরীরের ভার ঝাপসা চোখের আলো,
স্বচ্ছ আয়নার মত দেখছে তবু পঁচিশে মার্চের নির্বিচারের কালো।
ঘুমন্ত বাঙালিরা জানত না জীবনে আসবে না ফিরে দিন,
সেদিনও বাঙালি নারী হয়েছিল বীরাঙ্গনা হয়েছিল বস্ত্রহীন।
একটি রাতে কতো মানুষের ঘুরেছিল চাকায় ভাগ্যদ্বার,
ব্যথার মাঝেও জননী, ভুলে ছিল দুঃখ সন্তান হারাবার।
রয়েছে তেমনই আকাশ নদী সূর্য তাঁরা চাঁদও হাসছে বেশ,
হাজারো চেষ্টায় পারলো না ছিনিয়ে নিতে মায়ের মমতা সম দেশ।
একতা শক্তি বলে সন্তানেরা মিলে, ছিল বঙ্গবন্ধুকে ঘিরে,
কোটি গৃহে জননীর দোয়া আর ভালবাসা ছিল তার তরে।
সেই মায়ের খোকা চোখে স্বপ্ন আঁকা রেখেছে দেশের মান,
বলে, বাঁকা ঠোঁটে হেসে আজও তাই দেশে মুজিবের জয়গান।
Post a Comment