বাঙালির চারপাশ জুড়ে ছিল
সেনা শাসকের মোড়কে ঢাকা
বিদঘুটে আঁধার
দেশরত্ন শেখ হাসিনা আপামনি
উদিত সূর্য হয়ে
খুলে দিলেন দেশপ্রেম চেতনার বন্ধ দ্বার
তিনি যে জুলুমের প্রতিবাদে
জ্বলে ওঠা বিপ্লবী নারী
উৎখাত করেছেন জঙ্গিবাদ সন্ত্রাস
আর যত সব স্বৈরাচারী।
তাঁর শিরা উপশিরায় প্রবাহিত
জাতির পিতার রক্ত
অধিকার হারাদের
অধিকার ফিরিয়ে দেবার
আছে তাঁর অদম্য প্রত্যয়।
দুর্যোগ দুর্ভোগ মোকাবেলায়
সর্বদা থাকেন তৎপর
সুদিনের শুভাকাঙ্ক্ষী
দুর্দিনের সহায়তাকারী
বন্ধুপ্রতিম দের প্রতি
আছে তাঁর আস্থা অবিচল
তিনি মহান মহানুভব
তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঅতল
শান্তির দূত হয়ে এসেছেন ধরা তলে
শান্তির সুবাতাস আনতে
তিনি পেরেছেন
আবাসন প্রকল্পের মাধ্যমে
গড়ে তুলেছেন বহুতল ভবন
নিজেদের অর্থায়নে
পদ্মা সেতু নির্মাণ করেছেন
যোগাযোগ ব্যবস্থায় এনেছেন আমূল পরিবর্তন
মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ফ্লাইওভার, কর্ণফুলী টানেল,
এনেছেন c -130 বিমান
তিনি মহান ।
অন্তর থেকে তাঁকে জানাই সশ্রদ্ধ সালাম
তিনি মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন
করেছেন পাতাল পথ নির্মাণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন করেছেন আশ্রায়ন প্রকল্প
পাঁচ শতাধিক মডেল মসজিদ নির্মাণ করেছেন
আল্লাহ ভক্ত এ মহান নেত্রী
মানুষের জানমালের নিরাপত্তা দানের পাশাপাশি
দেশি বিদেশী কুচক্রীদের
অপতৎপরতায় সৃষ্ট
সকল প্রতিকূলতা অতিক্রম করে
এগিয়ে চলেছেন নির্ভীক নির্ভয়ে
মানুষের দুর্দিন দূর করে দিয়ে
সাজানো-গোছানো
স্নিগ্ধ পরিপাটি পরিবেশ উপহার দিতে
যার নিরলস পথ চলা
এমন দেশ দরদী নেত্রীকে
জীবন থাকতে হারতে দেব না
হারতে দেব না, হারতে দেব না।
Post a Comment