আশ্বিনে ফুটে শিউলী, শেফালী
ফুটে যে শুভ্র কাশ,
টুঙ্গিপাড়ায়, মুজিব কাননে
হলো গোলাপের চাষ।
একটি গোলাপ সুবাস ছড়ালো
মুখরিত আঙিনা,
বঙ্গবন্ধু নাম দিলো তাঁর
প্রিয় শেখ হাসিনা।
শরৎ সকালে শিশিরে সিক্ত
হাসে যে দুর্বাঘাস,
সুনয়নে হাসে পূর্নিমা চাঁদ
হাসে ঐ নীলাকাশ।
প্রতিদিন যেন এমনি করেই
ভরা থাকে উদ্যান,
পাখিরাও গায় শেখ হাসিনার
জন্ম দিনের গান।
বয়ে যেতে যেতে নদীও ফিরে
তাকালো পিছন দিকে,
জন্ম দিনের শুভেচ্ছা জানালো
প্রিয় শেখ হাসিনাকে।
Post a Comment