শরত এলে সাদা মেঘে বলাকারা উড়ে যায়
কাশবনে বালু চড়ে শালিকেরা নেচে নেচে গান গায়।
বিকেলের রংধনু সাত রঙা ধনুকের বাঁকে
আকাশের মেঘে যেন মিশে আছে শালিকের ঝাঁকে।
শিশুদের মনে বিচিত্র সাজে ঘুড়ি করে খেলা
সূতো দিয়ে কাটাকাটি করে দূরে চলে যায় সারাবেলা।
মাছরাঙা ঠোটে করে মাছ নিয়ে যায় চলে
নদীতে নৌকায় যাত্রির ভিড়ে মাঝি ভাই বলে,
বৈঠা হাতে ছলাত ছলাত গান ধরিস না বসে
দিনের শেষে যে আয় হয় তাতেই আমার কপাল খোলে।
Post a Comment