শেখ হাসিনার জন্মদিন
সামনে আছে শুভ দিন।
উন্নয়নের বাতাস বহে
দেশের মানুষ সুখে রবে।
আজকে যার জন্মদিন
বিশ্বজয় করবে যেদিন
মানবতার জয়ধ্বনি
দিকেদিকে শুনবে সেদিন।
জি টুয়েন্টি সন্মেলনে
শেখ হাসিনার পদধ্বনি
বিশ্বময় অবাক হয়
বাংলাদেশ তাকিয়ে রয়।
রোহিঙ্গা ইস্যু ডাক দিবে
অংশং সূচি চরম বিপাকে
মুসলিমপ্রধান দেশগুলো
জোট বেঁধেছে বিচার হবে।
দাঁড়াতে হবে কাঠ গড়ায়
মিয়ান মারের সেনা প্রধান
হত্যা, গুম যাই করোনা
জবাব দিবে বিশ্ব সভায়।
মানবতার মা যেখানে
ভয় করি না চীন,জাপানে
সমাধানে লড়বে নেত্রী
জন্মদিনের বার্তা মৈত্রী।
Post a Comment