জন্মভূমি মা যে আমার জন্মেছি এই দেশে,
ছোট থেকে হই যে বড় মায়ের কোলে হেসে।
লক্ষ কোটি শহীদ ভাইয়ের রক্ত ঝড়া ভূমি,
স্বাধীন দেশের পতাকাতে স্বাধীন তুমি আমি।
শিক্ষা গুরু শিক্ষা দিলেন দেশ ও জাতীর তরে,
ধন্য দেশে পূর্ন মোরা প্রতি ঘরে ঘরে।
মাতৃভূমি বাংলা আমার শ্রেষ্ঠ মায়ের ভাষা,
সন্তানেরই তরে যেমন মায়ের ভালবাসা।
স্বাধীন দেশে মহান নেতা নিজের প্রানের দামে,
লিখেছিলেন স্বাধীনতা বাংলাদেশের খামে।
লেখক কবি উপন্যাসিক জন্ম নিয়ে দেশে,
মায়ের ভাষায় লিখেছিলেন দেশকে ভালবেসে।
বিশ্ব ভূবন প্রকৃতি বন অপরুপ নিজ দেশ,
কতো যে বিষয় লেখক মহাশয় কলমে ধরিলেন বেশ।
জন্ম নিয়ে ধন্য বাঙালি সোনার বাংলাদেশে,
স্বার্থক হোক জীবন সবার একাত্বতায় মিশে।
Post a Comment