এক জনমে ইহার চেয়ে
আর কি আছে দামি,
পদ্মা সেতু খুলে দিছে
ইতিহাসের সাক্ষী হলাম আমি।
একতলাতে চলবে ট্রেন
দুই তলাতে গাড়ি,
এক পলকে পৌঁছে যাব
বঙ্গবন্ধুর বাড়ি।
বেঁচে থাকলে বঙ্গবন্ধু
কত খুশি হইতো,
তর্জনিটা তুলে ধরে
কত কথা কইতো।
' ইচ্ছা থাকলে উপায় হয়
শোন বাঙালি শোন,
ভালো কিছু করতে হলে
লাগে ভালো মন। '
সেতু দিয়ে চলছে গাড়ি
শেখ হাসিনার জয়,
বঙ্গবন্ধুর সোনার দেশে
এমনই তো হয়।
নদীর মাঝে আলোর ঝিলিক ঝিলমিল করে জল,
এতদিনে মানুষ পেল
স্বাধীনতার ফল।
লেখক: জানে আলম মুনশী
পুলিশ অফিসার।
Post a Comment