Header AD

বিনয় মন্ডল এর কবিতা || শেষ চিঠি
সব প্রেম ঢেলে দিয়ে 

নিভৃতে খুলে দেখো আমাকে

আমি তোমার বেদনার শেষ চিঠি

ভরসার দুর্লভ নীলকন্ঠ ফুল।


তোমার চিরন্তন শক্তি 

রক্তের মতো নিরাপদ ও গোপন

বয়ে চলা নদী জলের জীবন

একাকীত্বে ফাগুন আনি আজীবন।


পাখির পালক খসে গিয়ে

অনাগত জীবনে ধ্বসে পরে স্বপ্ন।

রাত জাগা জানালায় জেগে থাকে

তোমার চুলে বিলিকাটা অন্ধকার।


খুলে দেখো বার বার ও আবার

আমায় খুলে দেখো- 

আমি ধূসর বিকেলে;

তোমার সিঁদুর রাঙা সন্ধ্যা

ক্ষতবিক্ষত হৃদয়ে শিশিরের ঘ্রাণ।


খুলে দেখো অন্ধকারে নীলাভ হৃদয়

একাকী যাপিত জীবনে হলুদ ঠিকানা

আমার অবশিষ্ট নিঃশ্বাসে পাবে

বেঁচে থাকার মুখবন্ধ শেষ চিঠি।


লালবাগ, ঢাকা

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1